ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সৌদির সঙ্গে মিল রেখে ঢাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪ ১৪:২৩

ছবি-সংগৃহীত

সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বুধবার। এর সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকার পান্থপথেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এ জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় একটি কনভেনশন সেন্টারে শিশু ও নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি জানান, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো’-হাদিস অনুসরণ করে সারা পৃথিবীতে ঈদ হচ্ছে। সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি।

এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক জেলায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। চাঁদপুর, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, দিনাজপুরসহ দেশের বেশ কয়েকটি স্থানে মুসলমানদের একটি অংশ ঈদের নামাজ আদায় করেছে।

গতকাল মঙ্গলবার দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া যায়নি বলে জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তাই জাতীয়ভাবে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। 

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top