এসএসসি ও সমমানের ফল প্রকাশ - জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন - পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে
ইংরেজির ভীতি কাটিয়ে পাসের হার ৮৩.০৪
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মে ২০২৪ ১২:৫৯

এসএসসি সমমানের পরীক্ষায় ইংরেজিতে ভালো ফলাফল করেছে শিক্ষার্থীরা। পাসের হার ৮৩.০৪ শতাংশ, যা গত বছর ছিল ৮০.৩৯ শতাংশ। যদিও করোনা এবং করোনা-পরবর্তী বছরগুলোতে কম বিষয়ে এবং কম সময়ে পরীক্ষা হওয়ার কারণে অটোপাস কিংবা পাসের হারের শতকরা হিসাবও সেভাবে ধরা হয়নি। এ বছর মোট জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন। পাসের হারে এগিয়ে আছে যশোর শিক্ষা বোর্ড আর পিছিয়েছে সিলেট বোর্ড। এদিকে বরাবরের মতো এবারো পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে ছেলেদের পেছনে ফেলে মেয়েরাই রয়েছে এগিয়ে।
শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন কয়েক বছর আগেও ইংরেজি এবং গণিতে অতিরিক্ত ভীতির কারণে ভালো ফল করতে পারত না শিক্ষার্থীরা। কিন্তু এ বছর বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ইংরেজির ভীতি অনেকটাই কেটে গেছে। বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যমতে এ বছর ইংরেজিতে পাসের হার বেশি। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে অধিকাংশ শিক্ষা বোর্ডে প্রায় শতভাগ শিক্ষার্থীই ইংরেজিতে পাস করেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার প্রায় শতভাগ। এর মধ্যে রাজশাহী বোর্ডের ইংরেজিতে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৯৯ দশমিক ০৩ শতাংশ এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৯৯ দশমিক ০২ শতাংশ। এ ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডেও ইংরেজিতে পাসের হার অন্যান্য বিষয়ের তুলনায় অনেক ভালো। ঢাকা বোর্ডে ৯৭ দশমিক ৭৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৮ দশমিক ৮৩ শতাংশ, যশোর বোর্ডে ৯৮ দশমিক ০৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৯৮ দশমিক ৯২ শতাংশ, বরিশাল বোর্ডে ৯৭ দশমিক ৯৩ শতাংশ, সিলেট বোর্ডে ৯৭ দশমিক ৪৮ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৯৪ দশমিক ৬৮ শতাংশ।
এবারো এগিয়ে মেয়েরা : এসএসসি ও সমমান পরীক্ষার ফলে এবারো এগিয়ে আছে মেয়েরা। চলতি বছর উত্তীর্ণ ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৮ লাখ ৬৫ হাজার ও ছাত্র ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন। ফেল করেছে তিন লাখ ৪১ হাজার ৪৪৪ জন। এর মধ্যে ছাত্রী এক লাখ ৫৯ হাজার ২০৩ জন এবং ছাত্র এক লাখ ৮২ হাজার ২৪১ জন। জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৭৭৬ জন। আর ছাত্রের সংখ্যা ৮৩ হাজার ৩৫৩ জন। এর আগে গতকাল রোববার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহারসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাস করেছে ৮৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। বিদেশী কেন্দ্র থেকে পাস করেছে ২৯৮ শিক্ষার্থী।
আপনার মূল্যবান মতামত দিন: