ঢাকা | শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দুই ব্যবসায়ীকে হত্যাচেষ্টা: নেপথ্যে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৫ ০০:৫৯

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও সানজিদুল ইসলাম ওরফে ইমন (ইনসেটে)

রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় নিউমার্কেট থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ীদের একটি পক্ষের অভিযোগ, কম্পিউটার মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রুপ। দিতে অস্বীকার করলে দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে দুই ব্যবসায়ী নেতার ওপর হামলা করা হয়। 

তবে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির দ্বন্দ্ব থেকে হামলার ঘটনা ঘটেছে। দুটি গ্রুপের একটির নেতৃত্বে রয়েছে শীর্ষ সন্ত্রাসী ইমন ও অপরটির সন্ত্রাসী পিচ্চি হেলাল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এই দুই শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটির (মালটিপ্ল্যান সেন্টার) সামনের রাস্তায় ধারালো ছুরি ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। ওই সময়ে এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দিপুর ওপরও হামলা করা হয়। দুর্বৃত্তরা তার গাড়ি ভাঙচুর করে। গুরুতর আহত অবস্থায় এহতেশামুলকে ধানমন্ডির বেসরকারি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। ওয়াহিদুল হাসান চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

এ ঘটনায় শনিবার মধ্যরাতে ১০ জনের নাম উল্লে­খ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন ওয়াহিদুল হাসান দিপু। মামলায় এক নম্বর আসামি করা হয় ধানমন্ডির শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ওরফে ইমনকে। অন্য আসামিরা হলেন- মুন্না, আসিফ ওরফে ঝন্টু, একেএম চঞ্চল, খোকন, সাইদ আসাদ, জসিম ওরফে কলা জসিম, তুষার ওরফে কিলার তুষার, তৌফিক এহসান ও জাহিদ। পুলিশ অভিযান চালিয়ে রোববার দুপুরে আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু ও কাউসার মৃধাকে গ্রেফতার করে। ঝন্টু এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

 
 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top