ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সিলেট নগরীর জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুন ২০২২ ০২:২৩

সিলেট নগরীর জনজীবন বিপর্যস্ত

নগরীর অধিকাংশ এলাকা এখনও পানির নিচে। কোনো কোনো এলাকায় বুক সমান পানি। পুরো নগরীর জনজীবন বিপর্যস্ত। চরম কষ্টে আছে মানুষজন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। প্রায় সব দোকানপাট বন্ধ। এতে করে বাড়ছে দুর্ভোগ।

রোববার সকাল থেকে বন্যা কবলিত এলাকা নগরীর উপশহর, তেররতন, যথরপুর, শেখেরঘাট, খালিঘাট, নাছিরপুর ও চরারপাড় ঘুরে দেখা গেছে বুক সমান পানি। বাড়িঘর পানির নিচে। রাস্তাঘাটের অবস্থাও একই। নৌকা চলছে সড়কে। এছাড়া ভ্যান, রিকশা কিংবা ঠেলাগাড়ি দিয়ে অতিপ্রয়োজনে বের হচ্ছে মানুষ। এরমধ্যে নগরজুড়ে আছে বৃষ্টি। মাঝখানে থামলেও রোববার দুপুরে আবার শুরু হয়। এতে দুর্ভোগ আরও বেড়ে গেছে।

নগরীর নিম্ন আয়ের মানুষজন খুব কষ্টে আছেন। আয়-রোজগার নেই। বাসস্থানের পাশাপাশি খাবার সংকটে পড়েছেন তারা। নগরীর বাণী মেটালিক স্টোরের সামনে কথা হয় রিকশাচালক মিলনের সঙ্গে।

তিনি বলেন, তিন-চারদিন ধরে দিনে ১০০ টাকাও আয় করা যাচ্ছে না। পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি। পাশেই একটি চায়ের দোকান। দোকানি মনির মিয়া সমকালকে বলেন, পানির কারণে দোকান বন্ধ ছিল কয়দিন। আজ খুলেছি। কিন্তু ক্রেতা কম।

সিলেট নগরীর তিনটি মূল প্রবেশপথে প্রায় বুক সমান পানি। এমনকি মূল নগরী এখনও বিচ্ছিন্ন। অধিকাংশ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন। কিছু কিছু এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

শাহপরাণ বাইপাস সড়ক ঘুরে দেখা গেছে, সড়কটি পানিতে ডুবে গেছে। লোকজন জাল ফেলে মাছ ধরছে এই সড়কে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ এলাকা হুমায়ুন রশিদ চত্বরও পানির নিচে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top