ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

শুক্রবার পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল ৩ কোটি ১৬ লাখ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ০৩:০৭

শুক্রবার পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল ৩ কোটি ১৬ লাখ

পদ্মা সেতুতে শুক্রবার ৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ২শ টাকার টোল আদায় করা হয়েছে। যা এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এসময় সেতুর দুই প্রান্ত দিয়ে ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার করেছে। সেতু উদ্বোধনের ৬ষ্ঠ দিনের মাথায় জাজিরা-মাওয়া দুই প্রান্ত মিলে সর্বোচ্চ এই টোল আদায় হয়েছে।

এর আগে পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ডটি ছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬শ টাকা। শনিবার দুপুরে এ তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।

তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। গতকাল শুক্রবার সর্বাধিক ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এ সময় সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। দ্বিতীয় দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছে।

তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় ১৪ হাজার ৪৯৩টি গাড়ি সেতু দিয়ে পারাপার হয়েছে। চতুর্থ দিন ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে।

এদিকে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়েতে গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৪ হাজার ৬শ ৪০ টাকার টোল আদায় হয়েছে। এসময় ছোট-বড় মিলিয়ে ১৫ হাজার ৬শ ৫০টি যানবাহন পারাপার হয়।

ফরিদপুরের ভাঙ্গা উপজলোর বগাইল নামক স্থানে অবস্থিত টোল প্লাজায় শুক্রবার রাত ১২টা থেকে প্রথম এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু হয়।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top