ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

টোল আদায় বন্ধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২২ ০৫:৫১

টোল আদায় বন্ধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও ঈদ কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সদর উপজেলার তারটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। 

যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন মারা গেছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার
 সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে বলে তিনি জানান।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top