ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সারা দেশে অস্বস্তিকর গরম, থাকতে পারে কয়েকদিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ০৮:২১

সারা দেশে অস্বস্তিকর গরম, থাকতে পারে কয়েকদিন

সারা দেশেই অস্বস্তিকর গরম পড়েছে।দেশের উত্তরাঞ্চলের ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে। আগামী কয়েকদিন এই গরম অব্যাহত থাকতে পারে।

রোববার গরম অব্যাহত থাকার এ আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গতকাল (শনিবার) ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ ছিল বৃষ্টিহীন। অন্যান্য বিভাগে যা বৃষ্টি হয়েছে- তাও ছিল খুবই সামান্য। গতকাল ভোলায় সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল (সোমবার) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারি বর্ষণ হওয়ারও আভাস রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সেটি রাজশাহীতে।আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 
facebook sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top