ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ডিবির প্রধান হলেন হারুন অর রশীদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ০২:০৭

ডিবির প্রধান হলেন হারুন অর রশীদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে হারুন অর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদটিই ডিবি পুলিশের সর্বোচ্চ পদ।

হারুন ডিবির যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার পুলিশ কমিশনার এই সংক্রান্ত নিদের্শনা জারি করেছেন।

একইসঙ্গে সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সৈয়দ নুরুল ইসলামকে ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনারের দায়িত্ব থেকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া চলতি দায়িত্বে থাকা অতিরক্তি কমিশনার মো. আসাদুজ্জামানকে কাউন্টার টেরোরিজম বিভাগে এবং মনিবুর রহমানকে অতিরিক্ত কমিশনার ট্রাফিক হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে।

 
 
 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top