ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ওমরা ভিসার আবেদন নেওয়া শুরু করেছে সৌদি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ০২:২৬

ওমরা ভিসার আবেদন নেওয়া শুরু করেছে সৌদি

পবিত্র হজের পর এবার ওমরা পালনে ইচ্ছুক মুসল্লিদের কাছ থেকে ভিসার আবেদন নেওয়া শুরু করেছে সৌদি আরব।

সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

বৃহস্পতিবার থেকে ওমরা ভিসার আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আগামী ৩০ জুলাই থেকে ওমরা পালন শুরু হবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সৌদিতে অবস্থানকারী অথবা সৌদি আরবের বাইরে যে কোনো দেশ থেকে ওমরা ভিসার আবেদন করা যাবে।
 
বিদেশি মুসল্লিদের ওমরা ভিসার জন্য এই ওয়েবসাইটে (https://haj.gov.sa/ar/InternalPages/Umrah) ঢুকে আবেদন করতে বলা হয়েছে।  

ওমরা পালন করতে চাইলে সৌদি আরবে আসার আগে করোনার টিকা গ্রহণ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের ইস্যু করা কোভিড সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top