ট্রাকচাপায় মারা গেলেন মা, পেট থেকে বেরিয়ে এলো জীবন্ত শিশু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২২ ০৭:১৪

ময়মনসিংহের ত্রিশালের মহাসড়কে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তঃসত্ত্বার বাচ্চা প্রসব হয়। মা মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে যান তার গর্ভের সন্তান। দুর্ঘটনায় বাচ্চাটির একটি হাত ভেঙে গেছে।
শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম, তার স্ত্রী রত্না আক্তার ও তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। বেঁচে যাওয়া শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আফসারী জানান, সানজিদা নামে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়। তবে নিহত অন্তঃসত্ত্বার প্রসব হওয়া কন্যা জীবিত আছে। তার একটি হাত ভেঙে গেছে।
ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, নিহত দম্পতি তাদের ছয় বছরের সন্তান নিয়ে ঐ অন্তঃসত্ত্বার আল্ট্রসনোগ্রাফি করাতে এসেছিল। এ সময় রাস্তা পাশেই ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যান।
ওসি আরো বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: