পদ্মা সেতুতে মিনিট্রাক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৩
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ১৭:০৬

পদ্মা সেতুতে মিনিট্রাক দুর্ঘটনায় দুই জন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর আহতদের ঢাকায় রেফার করেন।
নিহতদের পরিচয় পাওয়া গেলেও আহতদের পরিচয় জানা যায়নি। নিতহ ব্যক্তিরা হলেন- মো. রাজু ও মো. কাউসার। দুজনই শরীয়তপুরের বাসিন্দা।
আহতদের মধ্যে আছেন পিকআপ চালক, এক নারী ও শিশু।
শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, আজ রবিবার রাতে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে হাসপাতালে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: