ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

রনিকে কমলাপুরে প্রবেশে বাধা, প্ল্যাকার্ড হাতে আছেন বাইরে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ০৬:১২

রনিকে কমলাপুরে প্রবেশে বাধা, প্ল্যাকার্ড হাতে আছেন বাইরে

বাংলাদেশ রেলওয়ের নানান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং ৬ দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি শুক্রবারও (২২ জুলাই) কমলাপুর স্টেশনে প্রবেশ করতে যান। কিন্তু আজ তাকে কমলাপুর স্টেশনে প্রবেশ করতে দেয়নি পুলিশ। তাকে আটকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) রনি অভিযোগ করে বলেছিলেন তাকে পিটিয়ে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে বের করে দিয়েছে। কিন্তু আজ আবারও কমলাপুর যান। 

 

দুপুরের পর আন্দোলনে সামিল হওয়া শিক্ষার্থীদের নিয়ে কমলাপুর স্টেশনে প্রবেশকালে তাকে বাধা দেয় আনসার বাহিনীর সদস্যরা। তখন তিনি বাইরেই প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান। তার সঙ্গে শরিক হন অন্যান্য শিক্ষার্থীরাও।

নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন, যাত্রীদের ভোগান্তি লাঘবের জন্য তাকে ভেতরে আসতে দেওয়া হচ্ছে না। কিন্তু রনি বলেন, আমি একা থাকলে কোনো সমস্যা হবে না। তবুও তারা রনিকে প্রবেশে বাধা দেয়। পরে রনি বলেন, ঠিক আছে, আমি বাইরে দাঁড়াচ্ছি, তবু আপনারা যাত্রীদের ভেতরে ঢুকতে দেন।

 

আগের দিন কমলাপুর থেকে বের করে দেওয়ার পর রনি জানিয়েছিলেন এতোদিন একা প্রতিবাদ জানিয়ে আসলেও তার সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছেন সমবয়সী আরও অনেকে। এ কারণেই তাদেরকে মেরে বের করা দেয়া হয় এবং শাহবাগে অবস্থান নেন বলে বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে রনি জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top