ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪১

সিটি পোষ্ট | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১ ১৭:৩২

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ জন। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।

রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শনিবার (২ অক্টোবর) ৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে ওইদিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এ বিষয়ে জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৭ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে বাঁশখালীতে ১৭, বোয়ালখালীতে ১,  রাঙ্গুনিয়ায় ১, ফটিকছড়ি ১ ও হাটহাজারীতে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন লোহাগাড়া, সাতকানিয়া, আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া, রাউজান, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৭২৯ জন। বাকি ২৮ হাজার ৯৬ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। নগরীর বাইরে মৃত্যু হয়েছে একজনের। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৮৪ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top