ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, প্রতি ভরি ৮৪ হাজার টাকা

সিটি পোষ্ট | প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ১০:১৪

ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৮৩ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

দাম বাড়ায় রোববার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮৪ হাজার ৩৩১ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৬৬ হাজার ৯৭৯ টাকা। তবে রুপার দাম বাড়ায়নি জুয়েলার্স সমিতি।

দেশের বাজারে শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেট সোনার ভরি ৭৮ হাজার ৬১৬ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৬৫ হাজার ৬৯৬ টাকায় বিক্রি হয়েছে। এর মানে রোববার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা, ২১ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বৃদ্ধি পাচ্ছে।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top