ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ১৫:১৫

 গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ জন নিহত

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের ওপর। সোমবার বিকাল সোয়া ৪টার দিকে উত্তরার জসীমউদ্‌দীন সড়কের ওই ঘটনায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন নবদম্পতি স্বামী-স্ত্রী।

প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ার সময়ের সিসিটিভির একটি ভিডিও  হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, একটি ক্রেন দিয়ে গার্ডার অন্যত্র নেওয়া চেষ্টা করে। ওপরে তুলে নেওয়ার সময় হঠাৎ গার্ডারটি একপাশে উল্টে গিয়ে কালো রঙের একটি চলমান প্রাইভেটকারের ওপর পড়ে। এ সময় পাশে একটি গণপরিবহণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্টরা জানান, সোমবার বিকাল সোয়া ৪টার দিকে বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পের নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত হন। তাদের মধ্যে রয়েছে দুই শিশু ও দুই নারী। এ সময় আহত হন নবদম্পতি রেজাউল করিম হৃদয় (২৬) ও রিয়ামনি (২১)। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- হৃদয়ের বাবা রুবেল হাসান (৫০), রিয়ার মা ফাহিমা (৪০), রিয়ার খালা ঝর্না (২৮), ঝর্নার মেয়ে জান্নাত (৬) ও ছেলে জাকারিয়া (৩)।

ঘটনার তিন ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে চাপাপড়া গাড়ির ওপর থেকে গার্ডারটি সরানো হয়। এরপর গাড়ির ভেতর থেকে একের পর এক লাশ বের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়।

ফায়ার সার্ভসের ঢাকা জোন-৩ উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, বিশাল ওজনের গার্ডার হওয়ায় সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা যায়নি। পরে এক্সক্যাভেটর আনা হয়। এক্সক্যাভেটর আনতে দেরি হওয়ায় উদ্ধার কাজে বিলম্ব হয়। তিন ঘণ্টা পর এক্সক্যাভেটর দিয়ে গার্ডার একটু উঁচু করে প্রাইভেটকারের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয়ের চাচাতো ভাই রাকিব (১৯) জানান, বিকাল সাড়ে ৩টার দিকে তারা দুর্ঘটনার খবর পান।

রাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার কীভাবে এভাবে অব্যবস্থাপনার মধ্যে কাজ করছে? আমরা কার কাছে বিচার দিব! আমাদের অন্তত লাশগুলো বের করে দিক। কিন্তু এখানে তো কোনো উন্নত যন্ত্রপাতি নেই।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top