ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

করোনা: ২৪ ঘণ্টার মৃত্যু ১৮, শনাক্তের হার নামল ৩ এর নিচে

সিটি পোষ্ট | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১ ২৩:৩৬

করোনাভাইরাসে আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৫৭৩ জনের মৃত্যু হয়েছে।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে একই সময়ে ২১ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৬১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী।

একই সময়ে ঢাকা বিভাগে ৭ জন ও চট্টগ্রাম বিভাগে ৭ জন করোনায় মারা গেছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২ জন ও খুলনা বিভাগে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১১১২ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top