ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আসিফের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে মমতাজের আক্ষেপ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ১৫:৫৪

আসিফের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে মমতাজের আক্ষেপ

শ্বশুর হলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। মহা ধুমধাম আয়োজনে বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ের আয়োজন করেন তিনি।

 

 

 

গত সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে রণ-ঈশিতার বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলেই বিয়ে পড়িয়ে দোয়া করা হয়। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা হাজির হয়েছিলেন।

 

 

 

সেই তালিকায় রুনা লায়লা, কনকচাঁপা, কুমার বিশ্বজিৎ, কবির বকুল, শওকত আলী ইমন, কণা, সালমা, কোনালসহ সঙ্গীত অঙ্গনের অনেকেই ছিলেন। তবে আসিফের ছেলের বিয়েতে দাওয়াত পাননি পপ সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

 

 

 

এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মমতাজ। যদিও তিনি সরাসরি আসিফের নাম উল্লেখ করেননি। তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই গায়িকা কোন বিয়ের দাওয়াত না পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

 

 

 

মমতাজ লিখেছেন, হায়রে রাজনীতি! আজকে যদি এমপি না হতাম, তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম। সঙ্গে কান্নার ইমোজি জুড়ে দিয়েছেন গায়িকা।

 

 

 

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ২ অক্টোবর আয়োজন করা হয়েছিল তাদের মেহেদি সন্ধ্যা। নবদম্পতির জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন আসিফ।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top