ঢাকা | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

‘কারও ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ১৫:৫৭

‘কারও ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ যে ধর্মেরই হোক না কেন, তার ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ কথা বলতে পারবে না, তার ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস নিয়েই সবাইকে চলতে হবে।’

 

 

 

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

 

 

 

প্রধানমন্ত্রী বলেন, এ বছর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। সব ভেদাভেদ ভুলে বাঙালিরা সবসময় সব ধর্মের অনুষ্ঠান-উৎসবে শামিল হয়। আমরা কিন্তু প্রতি উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উৎসব উদযাপন করি। যে কারণে বলি, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।’ সবার উৎসবই আমরা সম্মিলিতভাবে করে থাকি।

 

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কোথাও যেন এক শতাংশ জমি অনাবাদী পড়ে না থাকে। বিশ্ব নেতারা আশঙ্কা করছেন, ২০২৩ সালে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

 

 

 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন, যারা বসবাস করেন বা বাংলাদেশের নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, যার যার ধর্ম সমানভাবে পালন করবে।’

  •  



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top