ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ছাত্রদল নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৫:৪১

ছাত্রদল নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

বরিশাল জেলা ছাত্রদলের ১নং সহ সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ইরানকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের গোড়াচাঁদ দাস রোড থেকে তাকে তুলে নেওয়া হয়।

রিজভী বলেন, শনিবার সারারাত ও আজ সকালে বরিশালের সব থানা, ডিবি অফিসে খোঁজ করেও ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ তাকে আটকের বিষয়টি অস্বীকার করছে। এ ঘটনা রোববার ১২ টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের সন্ধান না পেয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আমরা জানি পুলিশের কাছেই রয়েছে ফোরকান। কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যে তার সন্ধান দিচ্ছে না। অবিলম্বে তার সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান রিজভী। 

বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, বরিশালের গোড়াচাঁদ দাস রোড থেকে ফোরকানকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। এসময় ছাত্রদল নেতা রাব্বীও ছিলেন। কিন্তু তাকে নেয়নি।
 

 

facebook sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top