ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

র‍্যাবের ধাওয়ায় পালাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

মফস্বল ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ২৩:০৭

ফোরকান আলী। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে র‍্যাবের ধাওয়ায় পালাতে গিয়ে ফোরকান আলী (৪২) নামে এক যুবদল নেতা মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে দেখতে গেলে তার মেয়ে জামাই মো. তুহিনকে থানায় দুই ঘণ্টা আটকে রাখে পুলিশ। রোববার শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে ।

 

নিহত ফোরকান শাজাহানপুর উপজেলার ঘাষিড়া সুফিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, ‘ফটকি ব্রিজ এলাকায় শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে উপজেলার দিকে যাচ্ছিলাম। এ সময় র‍্যাব অতর্কিতভাবে ধাওয়া দিলে নেতাকর্মীরা দৌড় দেন। একপর্যায়ে যুবদল নেতা ফোরকান পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

 

যুবদল নেতা ফোরকানের ছোট ভাই ওমর ফারুক বলেন, ‘ফোরকান বিএনপির কোনো মিছিলে যাননি। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আজ সকালে তিনি কর্মস্থলে যান। পরে আমরা জানতে পারি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।’ 

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top