ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

মোহাম্মদপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩ ০১:৫২

ছাত্রদল প্রচারণা ফটো

ভোট বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পক্ষে মোহাম্মদপুর ও লালমাটিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, কে এম সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান, শাখাওয়াত হোসেন সুহান, আবুল কালাম আজাদ সুমন, সহ সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, আনিছুর রহমান রাসেদ, আবদুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সদস্য মেহেদী হাসান সোহাগ।
আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মোঃ মারজুক সাকিব, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা রাকিব, নাহিদুল ইসলাম বেপারী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা রাফসান মোল্লা, পল্লবী থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন পিয়াস, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা ইয়ামিন ইবনে ফারহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, তানভীর হোসেন, শরিয়তপুর জেলা ছাত্রদল নেতা তাসরিফ আহমেদ অনিক প্রমুখ।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বলেন, বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে জনগণ ইতিমধ্যে এই ডামি নির্বাচন বর্জন করছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top