ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রংপুরের রোমাঞ্চকর জয়

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৩৩

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রংপুরের রোমাঞ্চকর জয়

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রংপুরের রোমাঞ্চকর জয়। ফরচুন বরিশালের বিপক্ষে ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে টানটান উত্তেজনাকর ম্যাচে জয় রংপুরের জয়। এই জয়ে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট অর্জন করল রংপুর।সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান করে বরিশাল। দলের হয়ে ২৭ বলে ৪টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন কাইল মায়ার্স। ২০ বলে ৩৩ রান করে সাকিব আল হাসানের বলে আউট হয়ে ফেরেন তামিম।

টার্গেট তাড়া করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পায় রংপুর। দলের জয়ে ২২ বলে ৪৫ রান করেন ব্রান্ডকিং। ১৫ বলে ২৯ রান করেন সাকিব। ১৭ বলে ২৮ রান করেন জেমস নিশাম।

রংপুর জয় পেলেও শেষ ওভারে রোমাঞ্চ ছিল। রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল মাত্র ২ রান। আর ফরচুন বরিশালের চাই শেষ উইকেট।

মোহাম্মদ সাইফ উদ্দিনের দ্বিতীয় বলে এক রান নিলেন শামীম হোসেন। সমতায় ম্যাচ। পরের বল হাসান মাহমুদের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে গেল সীমানায়। রংপুর পেল শ্বাসরুদ্ধকর জয়।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top