ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

মেসি ছাড়া কেউ নিশ্চিত নয়

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুন ২০২২ ১৩:১৯

লিওনেল মেসি

কাতার বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক মাস বাকি। 

তাই বিশ্বকাপের জন্য দল ঘোষণার কোনো ছিটেফোটাও নজরে আসছে না। আসার কথাও নয়। তবে বিশ্বকাপ দলগুলোর কোচেরা নিশ্চয়ই যার যার ভাবনাটা এগিয়ে রাখছেন এখন থেকেই। 

শেষ মুহূর্তে ক্লাব, লিগ, জাতীয় দলে  খেলোয়াড়দের পারফরম্যান্স, ফর্ম, কোচের কৌশল নোটবুকে টুকে রাখছেন সব।

প্রশ্ন জাগতেই পারে কেমন হবে কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা দল। আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনিও কি নিজের পরিকল্পনা এগিয়ে রাখা শুরু করেছেন? 

নীল-সাদার জার্সিতে কোন কোন মুখ দেখা যাবে কাতারের সবুজ ঘাসে! লিওনেল মেসি, এমি. মার্টিনেজ, ডি মারিয়া, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়াকে দেখা যাবে নিশ্চিত - এমন বক্তব্য আসবে অনেক ফুটবলপ্রেমীদের কাছ থেকে। 

কিন্তু আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বক্তব্য ভিন্ন রকম। তার মতে, মেসি বাদে কেউ নিশ্চিত নন। মেসি ছাড়া বাকি সবাইকেই  জাতীয় দলে জায়গার জন্য লড়তে হবে। 

ইংলিশ ক্লাব ব্রাইটনের এই মিডফিল্ডার স্থানীয় একটি দৈনিকে সাক্ষাৎকারে বলেছেন, ‘লিও (মেসি) নিশ্চিত। তিনি ছাড়া আমরা সবাই আসলে দলে জায়গা পেতে লড়ছি। এ লড়াই চলবে (দল ঘোষণার) শেষ দিন পর্যন্ত।’

এ কথা অবশ্য সবারই জানা। লিওনেল মেসিকে ছাড়া কাতার যাবে না আর্জেন্টিনা দল।

তবে বাকিদের বেলায় এই নিশ্চিত শব্দটা ব্যবহার করা যাচ্ছে না বলেই জানালেন অ্যালিস্টা।

তিনি নিজেও লড়াই করে যাচ্ছেন বিশ্বকাপ দলে জায়গা পেতে। 

ইতালির বিপক্ষে ফিনালিসিমায় বেঞ্চে বসে থাকলেও এস্তোনিয়ার বিপক্ষে শুরুর একাদশেই খেলেছেন ম্যাক অ্যালিস্টার। চোখে পড়ার মতো বেশ কিছু মুহূর্ত উপহার দিয়েছেন, প্রতিপক্ষের ডি-বক্সেও দেখা গেছে এই মিডফিল্ডারকে। 

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি স্বপ্ন দেখে যাচ্ছি। আমরা বিশ্বকাপের খুব কাছে চলে এসেছি। আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাব, যাতে চূড়ান্ত দলটা যখন ঘোষণা করা হবে, সেখানে যাতে আমার নাম থাকে।’
 

 

 
23



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top