ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বিদায় বেলায় যা বললেন সৌরভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১৬:০৮

বিদায় বেলায় যা বললেন সৌরভ

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর বিদায় নিশ্চিত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার রজার বিনি।

ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়ার খবর আসার পর বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, আপনি সারা জীবন যেমন ক্রিকেট খেলবেন না, তেমনি সারা জীবন প্রশাসকও থাকতে পারবেন না। ক্রিকেটার ও প্রশাসক দুটোই ছিলাম, তাই আমি মুদ্রার দুই দিকই দেখেছি।

বিসিসিআই সভাপতি হিসেবে নিজের সাফল্য তুলে ধরে সৌরভ বলেন, করোনাভাইরাসের মতো দুঃসহ সময়ে সফলভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের নারী ক্রিকেট দল রুপা জিতেছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে অভাবনীয় সাফল্য পেয়েছে।

গত মাসে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী বিসিসিআইয়ের পদে আরও এক মেয়াদ থাকতে তেমন কোনো বাধা ছিল না সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহর। কিন্তু সৌরভ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। 

 

 
facebook sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top