ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম টেস্ট

প্রথম সেশন পুরোপুরি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশিত: ১৭ মে ২০২২ ২৩:১৩

প্রথম সেশন পুরোপুরি বাংলাদেশের

তৃতীয় দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কান বোলারদের কোনো সুবিধায় করতে দিলেন না তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। ধৈর্যশীল ব্যাটিংয়ে ফিফটির দেখা পেয়েছেন দুই বাংলাদেশি ওপেনার।

মধ্যাহ্নভোজে যাওয়ার আগে বিনা উইকেটে স্কোরবোর্ডে ১৫৭ রান জমা করেছে টাইগাররা। প্রথম ইনিংসে স্বাগতিকেরা এখন পর্যন্ত খেলেছে ৪৭ ওভার।ব্যাটিংয়ে আছেন তামিম (৮৯) ও জয় (৫৮)। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২৪০ রান।

তৃতীয় দিন শুরুর খানিক পর স্পিনার রমেশ মেন্ডিসকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন তামিম। ৩৫ রান নিয়ে দিন শুরু করেন তিনি। আর জয় নামেন ৩১ রান নিয়ে। আগেরদিন ১৯ ওভারে ৭৬ রান নিয়ে দিন পার করেছিল বাংলাদেশ।

তামিমের পর ফিফটি উদ্‌যাপন করেন জয়ও। আশিথা ফার্নান্দোর বল ফ্লিক করে মিড-উইকেট দিয়ে পাঠিয়ে দুই রান নিয়ে অর্ধ-শতকের ঘরে পা রাখেন ২১ বছর বয়সী ব্যাটার। টেস্টে এটি তার দ্বিতীয় ফিফটি।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ এবং দিনেশ চান্দিমালের ৬৬ রানের সুবাদে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৯৭ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন স্পিনার নাঈম হাসান।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top