নেইমারের চোখে ব্যালন ডি’অর ভিনির, ভিনি বললেন ওটা বেনজেমার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুন ২০২২ ০৯:৪৮

দুর্দান্ত এক মৌসুমে কাটিয়েছেন করিম বেনজেমা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। স্প্যানিশ সুপার কোপা ঘরে তুলেছেন। মৌসুমে ক্লাবের হয়ে ৪৪ গোল করেছেন। সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা মেসি পর্যন্ত রিয়াল স্ট্রাইকারকে পুরস্কার দিয়ে দেওয়ার কথা বলেছেন।
তবে নেইমার ভিন্ন সুরে কথা বলেছেন। তার মতে, মৌসুমে লা লিগা জেতা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেসহ মৌসুমে ২২ গোল করা ও ১৬ গোলে সহায়তা দেওয়া ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি’অর জিততে পারেন। তবে ভিনি তা মানতে নারাজ।
রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গারের মতে, ব্যালন ডি’অর বেনজেমার, ‘আমার ব্যালন ডি’অর জেতা উচিত, নেইমারের এই মন্তব্যে আমি সত্যিই খুশি। তবে আমার মতে, ওটা বেনজেমারই বেশি প্রাপ্য।’
ব্যালন ডি’অর বেনজেমার হাতে তুলে দিলেও ‘ক্লাবের বড় ভাই’ বেনঞ্জির হাতে অবশ্য বিশ্বকাপ ট্রফি তুলে দিচ্ছেন না ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। ভিনির মতে, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হলে লেস ব্লুজদের রানার্স আপ হয়ে শেষ করা ছাড়া কিছু করার থাকবে না।
আপনার মূল্যবান মতামত দিন: