ঢাকা | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ইংরেজদের কাছে পাত্তাই পেল না ডাচরা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুন ২০২২ ১০:০৪

ইংরেজদের কাছে পাত্তাই পেল না ডাচরা

ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না ক্রিকেটের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংরেজদের কাছে (৩-০) হোয়াইটওয়াশ হয় ডাচরা। 

বুধবার নেদারল্যান্ডসের ভিআর ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটে করে ৪৯.২ ওভারে ২৪৪ রানেই অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ৭২ বলে ৬৪ রান। 

টার্গেট তাড়া করতে নেমে জেসন রয়ের অনবদ্য সেঞ্চুরিতে আর অধিনায়ক জস বাটলারের ৬৪ বলের অপরাজিত ৮৬ রানের সুবাদে ১১৯ বল হাতে রেখেই ৮ উইকেট হাতে রেখেই বড় জয় পায় ইংল্যান্ড। 

দলের হয়ে ৮৬ বলে ১৫টি বাউন্ডারিতে অপরাজিত ১০১ রান করেন জেসন রয়। ৩০ বলে ৯টি বাউন্ডারিতে ৪৯ রান করে ফেরেন আরেক ওপেনার ফিল স্লেট। শূন্য রানে ফেরেন ডেভিড মালান। ৬৪ বলে সাত চার আর ৫টি ছক্কায় অপরাজিত ৮৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাটলার। 

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ৪৯৮/৪ রান করে ২৩২ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ২৩৬ রান তাড়া করতে নেমে ২৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে ইংলিশরা। 

 

 
16Shares
facebook sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top