ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

টিকিট বিক্রির সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুন ২০২২ ১৩:৩১

টিকিট বিক্রির সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা

কাতার বিশ্বকাপের ইতোমধ্যে ১২ লাখ টিকিট বিক্রি হয়েছে। বাকি রয়েছে আর আট লাখ টিকিট। বিশ্বকাপের টিকিট বিক্রি যত বাড়ছে, চিন্তাও তত বাড়ছে উদ্যোক্তাদের। 

বিপুলসংখ্যক মানুষের থাকার ব্যবস্থা করা কতটা সম্ভব হবে- সেটাই এখন চিন্তার বিষয়।

কাতার অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে টিকিট বিক্রির সংখ্যা। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। অনলাইনে এখনো পর্যন্ত দুইভাগে টিকিট বিক্রি করা হয়েছে। মোট ২০ লাখ টিকিট বিক্রি করা হবে। আরও ১০ লাখ টিকিট থাকবে ফিফার বিভিন্ন কর্তা এবং স্পনসরদের জন্য। 

কাতারের রাজধানী দোহার জনসংখ্যা ২৪ লাখ। বিশ্বকাপের সময় বিশাল সংখ্যক মানুষ সেখানে আসবেন খেলা দেখার জন্য। আটটি স্টেডিয়ামে ৩২টি দেশ খেলবে। শহরের আশপাশেই রয়েছে সব স্টেডিয়াম। এ বছর ২১ নভেম্বর শুরু হবে ফুটবল বিশ্বকাপ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top