টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ০৮:৩৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জয় পেয়েছে বাংলাদেশ। আর টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল৷
প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় দেরিতে টস হয়৷ অবশেষে বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়।
ম্যাচটি দেরিতে শুরু হওয়ার কারণে কমিয়ে দেওয়া হয়েছে ওভার৷ এখন হবে ৪১ ওভারের ম্যাচ।
একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন৷ ৪ জন বোলার করতে পারবেন ৮ ওভার করে।
প্রথম পাওয়ার প্লের খেলা হবে ১-৮ ওভার৷ দ্বিতীয়টি ৯-৩৩ এবং তৃতীয় ও শেষ পাওয়ার প্নেটি হবে ৩৪-৪১ ওভার পর্যন্ত।
আপনার মূল্যবান মতামত দিন: