পেরুর জালে আর্জেন্টিনার গোলউৎসব
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ০৩:১৩

নারী কোপা আমেরিকার প্রথম ম্যাচেই ব্রাজিলের কাছে বিধ্বস্ত হয় আর্জেন্টিনা। সে ম্যাচে তাঁরা হেরে যায় ০-৪ ব্যবধানে। আসরে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিলনা আর্জেন্টিনা দলের সামনে। সে লক্ষ্যে ভাল ভাবেই উতরে গেছে তাঁরা। পেয়েছে বড় জয়।
বুধবার ভোরে কলম্বিয়ার আর্মেনিয়া শহরের সেন্টেনারিও স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয় দিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে উঠে এলো আর্জেন্টিনার মেয়েরা।
ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। পেরুকে দাঁড়াতেই দেয়নি লা আলবিসেলেস্তারা। ম্যাচের ১৮ মিনিটে ইয়ামিলা রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তাঁরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। ৫২ মিনিটে বল জালে জড়ান ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো। ৬২ মিনিটে স্ট্যাবিলের গোল ব্যবধান ৩-০ করে। শেষ দিকে এসে আক্রমণের ধার বাড়িয়ে ৮৪ মিনিটে লক্ষ্যভেদ করেন এরিকা লোনিগ্রো।
বি গ্রুপে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলে গোল গড়ে এগিয়ে থাকায় তিন পয়েন্ট নিয়ে দুইয়ে ভেনেজুয়েলা। এখনো জয়হীন পেরু ও উরুগুয়ের মেয়েরা।
আপনার মূল্যবান মতামত দিন: