ঢাকা | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘এ’ দলে সৌম্য-সাব্বির, আরও আছেন যারা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২২ ০১:০৫

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘এ’ দলে সৌম্য-সাব্বির, আরও আছেন যারা

বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হবে মুমিনুল হককে। টেস্ট দলের সাবেক অধিনায়ককে ফর্মে ফেরাতে এমন পরিকল্পনাই হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুমিনুলও প্রস্তুত ছিলেন। এ নিয়ে বেশ কয়েক দিন জল্পনার পর দেখা গেল সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ‘এ’ দলের দুটি ভিন্ন ভিন্ন স্কোয়াড (চার দিন ও একদিনের সিরিজ) ঘোষণা করেছে বিসিবির মিডিয়া বিভাগ। 

যার একটিতেও মুমিনুলের নাম নেই। 

তবে স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলের একসময়ের দুই অন্যতম সেরা তারকাকে। যারা ফর্মহীনতায় বর্তমানে জাতীয় দলে জায়গা পাচ্ছেন না। তারা হলেন— বাঁহাতি তারকা ওপেনার সৌম্য সরকার ও ডানহাতি মারকুটে ব্যাটার সাব্বির রহমান।

এ ছাড়া ওপেনার নাইম শেখকেও রাখা হয়েছে সাদা বলের স্কোয়াডে।

আপাতত সীমিত ওভারের ক্রিকেটের জন্যই ভাবা হচ্ছে তাদের।

ঘোষণা অনুযায়ী, চার দিন ও একদিন— দুই সিরিজের স্কোয়াডেই ১১ জন করে খেলোয়াড় রয়েছেন। 

চার দিনের ম্যাচের সিরিজে জায়গা পেয়েছেন সাদমান ইসলাম, ফজলে রাব্বি, তানভির ইসলাম ও মোহাম্মদ এনামুল হক। 

আর একদিনের ম্যাচের সিরিজে ডাক পেয়েছেন সৌম্য, নাইম শেখ, সাব্বির ও রাকিবুল হাসান।

ওয়েস্ট ইন্ডিজে দুটি চার দিনের ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ৩১ জুলাই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। 

৪ আগস্ট থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১০ আগস্ট থেকে। একদিনের সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট। সব ম্যাচ হবে সেন্ট লুসিয়ায়।

চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল

সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, নাইম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।


একদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল

সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাইম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
 

 

 
304Shares
facebook sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top