কোহলি-মিয়াঁদাদকে ছাড়িয়ে বাবরের রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ১৭:০২

ফর্মের তুঙ্গে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গল টেস্টের প্রথম ইনিংসে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর আজম।
রোববার শ্রীলংকার করা ২২২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৮৫ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। দলকে সেই অবস্থায় থেকে লেজর ব্যাটসম্যানদের নিয়ে টেনে তুলেন বাবর।
এদিন বাবরের সেঞ্চুরিতে ভর করে ২১৮ রান করে পাকিস্তান। ১১৯ রান করেন বাবর।
এদিন ১১৯ রান করার পথেই বাবর আজম এশিয়ার দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিকে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ২৪৮ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের রেকর্ড এতদিন ছিল জাভেদ মিয়াঁদাদের। তাকে ছাড়িয়ে গেলেন বাবর আজম। তিনি ২২৮ ইনিংসে ১০ হাজার রানের মালিক হলেন।
সাঈদ আনোয়ারের ২৫৫, মোহাম্মদ ইউসুফের ২৬১ ও ইনজামাম-উল-হকের লেগেছিল ২৮১ ইনিংস।
এশিয়ান ব্যাটসম্যানের দ্রুততম ১০ হাজার রানের আগের রেকর্ড ছিল ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। তিনি ২৩২ ইনিংস খেলে এই রেকর্ড গড়েছিলেন। ২৪৩ ইনিংস খেলে এ রান করেন সুনিল গাভাস্কার। আর ২৫৩ ইনিংস খেলে সৌরভ গাঙ্গুলি ১০ হাজার রান করেন।
বিশ্ব রেকর্ডটা স্যার ভিভ রিচার্ডসের। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে ক্যারিবিয়ান গ্রেটের লেগেছিল ২০৬ ইনিংস। তালিকায় তার পরে আছেন যথাক্রমে হাশিম আমলা (২১৭ ইনিংস), ব্রায়ান লারা (২২০ ইনিংস), জো রুট (২২২ ইনিংস)। বাবর আছেন পাঁচ নম্বরে।
মাইলফলক ছুঁতে গল টেস্টে বাবরের দরকার ছিল ২১ রান। প্রথম দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ১ রানে। দ্বিতীয় দিনে চাপের মধ্যে তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি।
আপনার মূল্যবান মতামত দিন: