ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘অবসরের আগপর্যন্ত বাবরকে অধিনায়ক রাখা উচিত’

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ০৬:২১

‘অবসরের আগপর্যন্ত বাবরকে অধিনায়ক রাখা উচিত’

পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। 

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। তার নেতৃত্বে খেলা ১২টি টেস্টের মধ্যে ৮টিতে জয় পেয়েছে পাকিস্তান। 

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া গল টেস্টে ঐতিহাসিক জয় পায় পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। 

গল টেস্টে শ্রীলংকার করা ২২২ রানের জবাবে ৮৭ রানে ৭ উইকেট হারানো পাকিস্তান ২১৮ রান করে অধিনায়ক বাবর আজমের কল্যাণে। বাবর একাই করেন ১১৯ রান। 

৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান করে শ্রীলংকা।  ৩৪২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে তরুণ ওপেনার আব্দুল্লাহ শফিকের ১৬০ রানের অনবদ্য ইনিংসে ভর করে গলে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান। 

বারব আজমের নেতৃত্বাধীন দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ জাভেদ মিঁয়াদাদ। তিনি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, পাকিস্তান একটি সম্মিলিত ইউনিট হিসাবে খেলছে এবং কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের পাশাপাশি আমাদের এক নম্বর অধিনায়ককে। সে খুবই শান্ত, কখনই মেজাজ হারায় না। 

তিনি আরও বলেন, বার আজম দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে নিজেই দুর্দান্ত পারফর্ম করছে। তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। একজন অধিনায়ক যদি পারফর্ম না করেন, তাহলে তা দলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং এটি তার পতনের দিকে নিয়ে যায়।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, বাবর আজম এখন পরিণত। খেলা থেকে অবসর না নেওয়া পর্যন্ত তাকে দলের অধিনায়ক হিসেবে রাখা উচিত। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top