চট্টগ্রামে মুমিনুলের সেঞ্চুরি
সিটি পোষ্ট | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১ ২১:১৯

অনেকদিন ধরেই টেস্ট নেই বাংলাদেশের। সাদা পোশাকে আবার মাঠে নামতে অপেক্ষা করতে হবে আরও মাস দুয়েক। আগামী নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ফাঁকা সময়ে তাই টেস্ট দলের বেশির ভাগ ক্রিকেটার ব্যস্ত এইচপি দলের বিপক্ষে ‘এ’ দলের ওয়ানডে সিরিজে।
চট্টগ্রামে আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ব্যাট করতে নেমে তার ব্যাটে দারুণ শুরু পেয়েছে ‘এ’ দল। এদিন নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংস উদ্বোধনে এসেছিলেন মুমিনুল।
ইনিংসের ২০তম ওভারে ৬৩ বলে হাফ সেঞ্চুরি করেন মুমিনুল। ৩০তম ওভারে ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে শান্ত আউট হলে ১৫৪ রানের উদ্বোনী জুটি ভাঙে।
৩৫তম ওভারের প্রথম বলে আমিনুল ইসলাম বিপ্লবকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করেন মুমিনুল। লিস্ট এ ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ৪১তম ওভারে ১২১ বল খেলে ১২৮ রান করে মাঠ ছাড়েন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: