ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সেই কোহলির ব্যাটেই ভারতের চ্যালেঞ্জিং স্কোর

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২ ০৯:০৯

সেই কোহলির ব্যাটেই ভারতের চ্যালেঞ্জিং স্কোর

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক সেঞ্চুরি করে প্রত্যাশার মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছিলেন যে, কোহলিকে তুলনা করা হতো কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে।  

৭০টি সেঞ্চুরি করে শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গার জোর সম্ভাবনা তৈরি করেন কোহলি। কিন্তু ২০১৯ সালের পর থেকে প্রত্যাশিত রান করতে না পারায় তাকে নিয়ে কম সমালোচনা হয়নি।  

রোববার পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নামার আগে ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সবশেষ ৭ ইনিংসে কোহলি ফেরেন যথাক্রমে ১১, ২০, ১, ১১, ১৬, ১৭ ও ৩৫ রানে।  

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন বিরাট কোহলি। লম্বা সময় উইকেটে থেকে ইনিংসের শেষ ওভারে রান আউট হওয়ার আগে ৪৪ বলে চারটি চার আর এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬০ রান করে ফেরেন কোহলি। তার ফিফটির সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top