ত্রিদেশীয় টি ২০ সিরিজ
বাংলাদেশের আরেক প্রতিপক্ষ কনকনে ঠান্ডা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ১৬:০৬

অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর। অংশগ্রহণকারী দলগুলো এখন তারই প্রস্তুতিতে মগ্ন। নিউজিল্যান্ডে আজ শুরু ত্রিদেশীয় টি ২০ সিরিজ বিশ্বকাপ প্রস্তুতির অন্যতম মঞ্চ।
টুর্নামেন্টের অপর দুদল বাংলাদেশ ও পাকিস্তান। এই দুদলের ম্যাচ দিয়ে ক্রাইস্টচার্চে আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের একটি ভেন্যুতে সাতদিনে সাতটি ম্যাচ খেলবে তিনটি দল। ১৪ অক্টোবর ফাইনাল।
এদিকে নিউজিল্যান্ডের পূর্বাঞ্চলীয় সাউথ আইল্যান্ডের পূর্ব উপকূলবর্তী এলাকায় অবস্থিত বৃহত্তম নগর ক্রাইস্টচার্চে কনকনে ঠান্ডা। তুষার পড়েছে রাতভর। বৃহস্পতিবার বেলা ১২টায় তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
এমন হাড় কাঁপানো শীতে উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামতে হবে বাংলাদেশকে। বাংলাদেশে যখন আজ সকাল ৮টা, নিউজিল্যান্ডে তখন বিকাল ৩টা। তখন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি ২০ সিরিজ বাংলাদেশ খেলে এসেছে প্রচণ্ড গরমে।
সেখানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
বৈরী আবহাওয়ার কথা বাদ দিলে বাংলাদেশ দলে উষ্ণতা ফিরে এসেছে অধিনায়ক সাকিব আল হাসান যোগ দেওয়ায়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছে ভিসা জটিলতার কারণে। কাল নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘ম্যাচের ফল আমাদের হাতে নেই। আমরা শুধু প্রক্রিয়া অনুসরণ করতে পারি। ভালো খেলতে পারি। সাকিব ভাই আজ (গতকাল) দলের সঙ্গে যোগ দিয়েছেন। এটা আমাদের দলের জন্য অনেক বড় পাওয়া। আমিরাতে সাকিব ভাই ছিলেন না। তিনি যোগ দেওয়ায় আমাদের দল এখন পরিপূর্ণ।’
মিরাজ বলেন, ‘টি ২০ বিশ্বকাপের আগে এই সিরিজ আমাদের উজ্জীবিত করবে। পাকিস্তান বিশ্বকাপ ও এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলেছে। আশা করি, বড় দুটি দলের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে খেলব আমরা। নিজ নিজ জায়গা থেকে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। এখানে ভালো করলে আমরা বিশ্বকাপেও ভালো খেলতে পারব আশা করি।’
ত্রিদেশীয় সিরিজে ইনিংস উদ্বোধন করবেন মিরাজ। তার মতে, ‘আমি যেহেতু ওপেনিংয়ে সুযোগ পেয়েছি, চেষ্টা করছি ভালো খেলার। উপভোগ করছি। সবাই আমাকে সাপোর্ট করছে। ভালো লাগছে। সবাই আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি নিজেও অনেক আত্মবিশ্বাসী। এখন মাঠে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায়।’
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী দিন আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ১২ অক্টোবর নিউজিল্যান্ডের সঙ্গে ফিরতি ম্যাচ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবার মাঠে নামবে বাংলাদেশ। শীর্ষ দুদল খেলবে ফাইনালে।
আপনার মূল্যবান মতামত দিন: