ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বিশ্বকাপ থেকে বাদ, ফেসবুক লাইভে এসে যা বললেন সাব্বির

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ ১৫:৩৭

বিশ্বকাপ থেকে বাদ, ফেসবুক লাইভে এসে যা বললেন সাব্বির

বাজে পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার ঠিক আগের দিন চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েন ক্রিকেটার সাব্বির। শনিবার ফিরেছেন দেশে। এর পর লাইভে কথা বলেছেন তিনি। বলেন, বাজে পারফরম্যান্সের জন্য বিশ্বকাপ দল থেকে বাদ পড়েও অখুশি বা দুঃখ নেই তার।

সাব্বির বলেন, আমি বিশ্বকাপ থেকে যে বাদ পড়েছি, এটার জন্য আমার দুঃখ নাই। ডিপিএলে ভালো খেলেছি, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছি। সেই কারণে আমাকে এশিয়া কাপ, ইউএই এবং বিশ্বকাপে সুযোগ দিয়েছিল।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমি ৪ ম্যাচে ভালো খেলিনি বলে আমাকে বাদ দিয়েছে। এইজন্য আমি অখুশিও না।

সাব্বির আরও বলেন, আমার জায়াগায় যে খেলছে আমার থেকে তার যোগ্যতা অবশ্যই বেশি। দিনশেষে যদি বাংলাদেশ জিতে তাহলে কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হব। সবচেয়ে বেশি গর্বিত আমিই হব। আমি আশা করি আপনারা সবাই হবেন।

তিনি বলেন, দেশে এখন ন্যাশনাল লিগ হচ্ছে। আমি ইনশাআল্লাহ তৃতীয় রাউন্ড থেকে খেলব। চেষ্টা করব নিজেকে আবার গুছিয়ে ভালো খেলার জন্য। যে পর্যায়েই খেলি না কেন, ভালো কিছু করা, দেশকে ভালো কিছু দেওয়াই আমার লক্ষ্য।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top