ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ১১:০৪

এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হলো ফ্রান্স। 

 

রোববার কাতারের আল সুমামাহ স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হওয়া ম্যাচে ফ্রান্সের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। দলের জয়ে অন্য গোলটি করেন অলিভিয়ে জিরু।  

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফ্রান্স। ম্যাচের ৪৪ মিনিটে অলিভিয়ে জিরুর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয়ে খেলে ফ্রান্স। খেলার ৭০ এবং যোগ হওয়া প্রথম মিনিটে এমবাপ্পে পরপর দুটি গোল করেন। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।  

খেলার অতিরিক্ত সময়ে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় পোল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে হারের ব্যবধান (৩-১) কিছুটা কমান পোল্যান্ডের তারকা ফুটবলার লেভানডভস্কি। 

 

linkedin sharing button
যুগান্তর 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top