ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আইপিএলের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩ ০৯:১৬

ক্রিকেট দলের নারী খেলোয়াড়দের ছবি

এবার বাংলাদেশ থেকে ২ জন নারী আইপএলে খেলার আগ্রহ প্রকাশ করে নাম পাঠন। শনিবার নিলামে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

নারীদের আইপিএলের নিলামে এবার নাম পাঠান পেসার মারুফা আক্তার ও লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান। তাদের দুজনেরই নাম রয়েছে নিলামের তালিকায়। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

আগামী ৯ ডিসেম্বর মুম্বাইতে হতে যাওয়া নিলামে মোট ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে ১০৪ জনই ভারতের। ৬১ জন আছেন অন্যান্য দেশের।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক হয় রাবেয়ার। এই সময়ে ১৪ ম্যাচ খেলে তার শিকার ১৬ উইকেট। ভারতীয় দলের বাংলাদেশ সফরে দারুণ করেন তিনি। ভারতকে শেষ টি-টোয়েন্টিতে হারানোর ম্যাচে রাবেয়া নেন ৩ উইকেট।

২০২২ সালে ক্যারিয়ার শুরু করা ১৮ পেরুনো মারুফা ১ ২ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১২ উইকেট। দারুণ গতি আর স্যুয়িংয়ের কারণে ডাহনাতি পেসার নজর কাড়েন সবার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দক্ষতা আছে মারুফার। আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top