ঢাকা | বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনের খেলা

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৪০

বৃষ্টিতে খেলা পণ্ড

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। কোন বল মাঠে গড়ায়নি এদিন। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। দুপুর নাগাদ তা বাড়ে। এরপর দুপুর ২টা নাগাদ দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। আবহাওয়া ভালো থাকলে তৃতীয় দিনের খেলা ৯টা ১৫ মিনিটে শুরু হবে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে ঢাকা টেস্ট শুরু করলেও প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নামা কিউইরা প্রথম দিন ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে। আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।  

তৃতীয় দিন ইনিংস শুরু করবেন ১২ রান করা ড্যারেল মিশেল। তার সঙ্গী গ্লেন ফিলিপস। এর আগে দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে (১১) ও টম লাথাম (৪) ব্যর্থ হয়েছেন। পরে হেনরি নিকোলস ১ রান, কেন উইলিয়ামসন ১৩ ও টম ব্লান্ডেল শূন্য করে ফিরেছেন।

টস জিতে ব্যাটে নামা বাংলাদেশ দলের হয়ে ৩৫ রান করে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন মুশফিকুর রহিম। শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। এছাড়া মিরাজ করেন ২০ রান।

 

বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের তিন স্পিনার। গ্লেন ফিলিপস ১২ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্যান্টনার ৬৫ রানে ৩টি ও এজাজ প্যাটেল নিয়েছেন ২ উইকেট। অন্য দিকে বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি ও তাইজুল নিয়েছেন ২ উইকেট। 

 

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top