চরম ব্যাটিং বিপর্যয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় ভারত
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:৫০

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের দলের ত্রাতা ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল। তার সেঞ্চুরিতে ভর করে ২৫৪ রান করে ভারত।
জবাবে ব্যাটিংয়ে নেমে ডিন এলগারের ১৮৫ রানের ইনিংসে ভর করে ৪০৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপদে ভারত।
কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ও মার্কু জেনসেনের গতির মুখে পড়ে ১০৫ রানেই ৭ উইকেট হারিয়েছে সফরকারীরা। ইনিংস পরাজয় এড়াতে হলে আরও ৫৮ রান করতে হবে ভারতকে। হাতে আছে মাত্র ৩ উইকেট।
অবশ্য ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরে রেখেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তাকে সঙ্গ দিচ্ছেন পেস বোলার জসপ্রিত বুমরাহ। কোহলির উইকেটাই দক্ষিণ আফ্রিকার জন্য মহামূল্যবান।
তবে ইনিংস পরাজয় না হলেও সেঞ্চুরিয়নে ভারতের পরাজয় নিশ্চিত।
আপনার মূল্যবান মতামত দিন: