‘প্ল্যান সি’ নিয়ে প্রস্তুত ইমরান খান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ ০৩:১৮

পাকিস্তানের আসন্ন নির্বাচনকে ঘিরে নানা পরিকল্পনা করছে তেহরিক ই ইনসাফ (পিটিআই)। তবে তাদের দুইটি প্ল্যান ‘এ’ এবং ‘বি’ ব্যর্থ হয়েছে। এবার প্ল্যান ‘সি’ নিয়ে প্রস্তুত সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান।
এ পরিকল্পনা দিয়েই ৮ ফেব্রুয়ারী চমক দেখাবে তার দল।
মঙ্গলবার আদিয়ালা কারাগার থেকে সাংবাদিকদের সঙ্গে এসব কথা এসব বলেন ইমরান খান। তবে তার এই তৃতীয় পরিকল্পনা সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছু জানা যায় নি।
কিন্তু এক দিন আগে তার দলের বর্তমান চেয়ারম্যান গহর আলী খান বলেছিলেন, এই পরিকল্পনা দলের সংরক্ষিত আসনগুলো ধরে রাখার সঙ্গে সংশ্লিষ্ট।
আপনার মূল্যবান মতামত দিন: