ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সাজার বিরুদ্ধে আপিল ইমরান খান ও কুরেশির

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৮

ফাইল ফটো

গোপন তারবার্তা ফাঁস (সাইফার) এবং তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খান এবং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ।


খবরে বলা হয়, ইমরান খানের পক্ষে এ আপিল আবেদন করেন দেশটির সিনেট সদস্য ব্যারিস্টার সৈয়দ আলি জাফর।
শুক্রবার তারা ইসলামাবাদ হাইকোর্টে এ আপিল করেন বলে খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) নেতা সরদার লতিফ খান খোসা শুক্রবার সকালে গণমাধ্যমকে আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন।খবরে বলা হয়, ইমরান খানের পক্ষে এ আপিল আবেদন করেন দেশটির সিনেট সদস্য ব্যারিস্টার সৈয়দ আলি জাফর।

তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) নেতা সরদার লতিফ খান খোসা শুক্রবার সকালে গণমাধ্যমকে আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় কোষাগার তোশাখানায় থাকা উপহার নিয়ে সেগুলো বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এরপর জানুয়ারিতে এই তোশাখানা মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এরপর গোপন তারবার্তা ফাঁসের মামলায় ইমরানকে আরো ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এই মামলায় অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছ থেকে পাঠানো সরকারি গোপন নথি ফাঁস করেছেন ইমরান। এরমাধ্যমে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন তিনি।

এই দুই মামলার রেশ কাটতে না কাটতেই বর্তমান স্ত্রী বুশরা বিবির সাথে ‘অনৈসলামিক বিয়ে’র অভিযোগ তুলে ইমরান ও তার স্ত্রীকে আরো সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।ইমরান খানের বিরুদ্ধে বর্তমানে আরো ১৫০টির বেশি মামলা চলমান রয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top