ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

৯ মাস পর বড় সফলতা রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪১

দনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’র দাবি করছে মস্কো।

ইউক্রেনে দীর্ঘ ৯ মাস পর বড় সাফল্যের দাবি রাশিয়ার। দেশটির পূর্বাঞ্চলীয় শহর দনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’র দাবি করছে মস্কো। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালরের দাবি, তাদের সৈন্যরা ১০০০ কিলোমিটার (৬২০ মাইল) ফ্রন্টলাইনে ৮.৬ কিলোমিটার (৫.৩ মাইল) অগ্রসর হয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ কোনো মন্তব্য প্রকাশ করেনি। আভদিভকার এ পতনকে গুরুত্বপূর্ণ বিজয় হিসাবে উল্লেখ করছেন প্রেসিডেন্ট পুতিন। 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাষ্ট্রপ্রধান রাশিয়ান সৈন্যদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে উল্লেখ করেছেন।’ 

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হচ্ছে, আভদিভকায় নীল এবং হলুদ ইউক্রেনের পতাকা নামানো হচ্ছে। সেই স্থানে রাশিয়ার সাদা, নীল এবং লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এএফপি।

 

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top