ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ইসরাইলি আগ্রাসনে নিহত ৩১ হাজার ফিলিস্তিনি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৪ ০৫:৩৭

ইজরাইলী বোমায় জর্জরিত ফিলিস্তিন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা প্রায় ৩১ হাজার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় মঙ্গলবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৫৪ জন। 

মঙ্গলবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত একই সময়ে ১১০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭০ হাজার ৩২৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুধু তাই নয়, কামাল আদওয়ান ও আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা আশঙ্কাজনক। আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অপুষ্টিতে আরও তিন শিশু মারা গেছে। সব মিলে দুই হাসপাতালে মৃতের সংখ্যা এখন ৯ জন।

 

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top