কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান আলোচনাকে স্বাগত জানাবে ওয়াশিংটন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৪ ১৫:১৪

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ' ফলপ্রসূ এবং শান্তিপূর্ণ আলোচনা'-কে স্বাগত জানাবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বুধবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন। খবর:জিইও নিউজ।
তবে সংবাদ সম্মেলনে দুই দেশের 'যে কোনো সংলাপের গতি, সুযোগ এবং চরিত্র নির্ধারণ করা ভারত ও পাকিস্তানের বিষয়' বলে উল্লেখ করেছেন তিনি।
ম্যাথু মিলার বলেন, 'যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তান— দুই দেশের সঙ্গেই তার সম্পর্ককে মূল্য দেয়। এবং আমরা তাদের মধ্যে একটি ফলপ্রসূ ও শান্তিপূর্ণ সম্পর্ক দেখতে চাই। '
এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওয়াশিংটন প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছে। এ সময় তিনি দুই দেশের 'অংশীয় স্বার্থের অগ্রগতির' বিষয়ে নতুন পাকিস্তান সরকারের সঙ্গে কাজ করার আশ্বাসও দেন।
আপনার মূল্যবান মতামত দিন: