ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

যুদ্ধবিরতির আলোচনা ‘ব্যর্থ’, ইসরাইলকে দায়ী করল হামাস

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৪ ০২:৩৫

মাটির সঙ্গে মিশে গেছে গাজা


আসন্ন পবিত্র রমজানে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিসরের কায়রো আলোচনায় কোনো ঐকমত্য হয়নি। বৃহস্পতিবার আলোচনা শেষে কায়রো ছেড়েছে গাজার শাসকগোষ্ঠী হামাসের প্রতিনিধি দল। আলোচনায় ঐকমত্য না হওয়ার জন্য ইসরাইলকে দায়ী করেছে স্বাধীনতাকামী সংগঠনটি।হামাসের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ‘(ফিলিস্তিনি স্বাধীনতা) আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে কায়রো ছেড়েছে হামাসের প্রতিনিধিদল। তবে (ইসরাইলের) আগ্রাসন বন্ধে, বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনতে এবং ফিলিস্তিনিদের জন্য ত্রাণসহায়তার আলোচনা ও প্রচেষ্টা চলতে থাকবে।’

যুদ্ধবিরতির জন্য কায়রোয় চার দিনব্যাপী এ আলোচনার আয়োজন করেছিল মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতার। আলোচনায় কোনো ঐকমত্য না হওয়ার বিষয়ে হামাস নেতা সামি আবু জুহরি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা ‘ভেস্তে’ দিচ্ছে ইসরাইল। গাজায় যুদ্ধ বন্ধে এবং সেখান থেকে সেনা ফিরিয়ে নিতে হামাসের দাবি প্রত্যাখ্যান করেছে তারা।

আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এ সময়ে ৪০ দিন যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোয় ওই আলোচনায় অংশ নিয়েছিলেন কাতার, মিসর ও হামাসের প্রতিনিধিরা। তবে ইসরাইলের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না।

আলোচনায় হামাসের সামনে যে খসড়া চুক্তি তুলে ধরা হয়েছিল, তার শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির সময় গাজায় আটক ইসরাইলি জিম্মিদের একাংশকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে তাদের আটক করেছিলেন হামাস সদস্যরা। শর্ত অনুযায়ী ইসরাইলে বন্দী থাকা কিছু ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে।

এর আগে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ইসরাইল কায়রো আলোচনায় অংশ নেয়নি। কারণ হামাস এখনো জিম্মি থাকা জীবিত ব্যক্তিদের তালিকা তাদের হাতে দেয়নি। তবে হামাস বলছে, ওই জিম্মিরা গাজার যুদ্ধক্ষেত্রে বিভিন্ন স্থানে রয়েছেন। তাই যুদ্ধবিরতি ছাড়া তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব নয়।

এদিকে যুক্তরাষ্ট্র মনে করছে, কায়রো আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির বিষয়ে আপাতত কোনো আশার আলো দেখা না গেলেও এ বিষয়ে চুক্তি এখনো সম্ভব। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা এ চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাব।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top