ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

প্রাণে বেঁচে ঈশ্বরের কাছে ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪ ১৯:৩৬

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, এতো বড় বিপদ থেকে তাকে ঈশ্বরই রক্ষা করেছেন। এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি

ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ট্রাম্প লিখেছেন, কেবল ঈশ্বরের ইচ্ছায়ই এই ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আমরা আর ভয় পাব না। বিশ্বাসে দৃঢ় থাকব এবং দুষ্টতার মুখে প্রতিবাদী থাকব।

 

তিনি বলেন, যারা আহত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি। আর যারা নিহত হয়েছেন  অন্তরের গহীন থেকে তাদেরকে স্মরণ করছি।  

ট্রাম্প আরও বলেন, আমি সত্যিই আমাদের দেশকে ভালোবাসি, আপনাদের সবাইকে ভালোবাসি এবং এ সপ্তাহে উইসকনসিন থেকে আমাদের মহান জাতির উদ্দেশে কথা বলার অপেক্ষায় রয়েছি।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে শনিবার ডোনাল্ট ট্রাম্পের নির্বাচনি প্রচার সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার ট্রাম্প সমর্থক। এ সময় সমাবেশের একপর্যায়ে ট্রাম্পের কানে গুলি লাগে।  




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top