ঢাকা | সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

দুই বছরে দেড় লাখ মৃত্যু - সুদানে আসলে কী হচ্ছে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ১৬:২৩

ছবিঃ সংগৃহীত

দেশের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিলে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী আর প্যারামিলিটারি গ্রুপ র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সেসময় থেকে শুরু হয় সশস্ত্র সংঘাত।

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ঐ সংঘাতে সুদানজুড়ে মারা গেছে দেড় লাখের বেশি মানুষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। প্রায় এক কোটি ২০ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

সম্প্রতি পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশের শহর আরএসএফ বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে তারা গণহত্যা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বর্তমানে সুদানে চলছে।

 

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top