ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সেভেরোদোনেৎস্কে এগিয়ে আছে রাশিয়া, স্বীকার করলেন জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুন ২০২২ ০৯:০৫

জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি স্বীকার করেছেন, সেভেরোদোনেৎস্কের যুদ্ধে শক্তি ও সেনা সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে রাশিয়া। 

কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, তা সত্ত্বেও ইউক্রেনের সেনাদের পাল্টা লড়াই করার ‘সকল সম্ভাবনা’ এখনো রয়েছে।

কিয়েভে একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, সেভেরোদোনেৎস্ককে রক্ষার দায়িত্বে থাকা সেনারা তাদের লড়াই অব্যহত রেখেছেন। কিন্তু সেখানকার পরিস্থিতি কঠিন হয়ে গেছে। 

তিনি আরও বলেন, সেভেরোদোনেৎস্ক এবং লাইশাইচান্সক শহর আজ মৃত। 

মস্কোর সেনারা সংখ্যায় অনেক বেশি, শক্তিতেও এগিয়ে, বলেন জেলেনস্কি। 

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, কিন্তু আমাদের সেনাদের পাল্টা লড়াই করার সকল সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের কমান্ডাররা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। 

জেলেনস্কি আরও বলেন, সেভেরোদোনেৎস্কে এখনো ১০-১৫ হাজার বেসামরিক লোক রয়েছেন, যেটিতে কয়েক সপ্তাহ ধরে গোলাবর্ষণ করছে রুশ সেনারা। 

কিয়েভে করা সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, যদি রাশিয়া পূর্ব দোনবাসে জয় পায় তাহলে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top